登入選單
返回Google圖書搜尋
আমাদের মুক্তিযুদ্ধ (হেমায়েত বাহিনী) (গ্রাফিক নভেল)
註釋

মুক্তিযুদ্ধ কোনো গল্প নয়। ১৯৪৭ সাল থেকে ১৯৭১ সাল পর্যন্ত পশ্চিম পাকিস্তান আমাদের নানাভাবে শোষণ করেছে। অনেক কষ্ট আর আন্দোলনের পরে অর্জিত হয়েছে আমাদের বিজয়। কেমন ছিলো সেই সব ঘটনা? কীভাবে আমাদের সাধারণ মানুষ যুদ্ধ করেছে? সেই সময় আমাদের ছাত্রসমাজ দেশের জন্য কী কী কাজ করেছে? পৃথিবীর অন্যান্য দেশ তখন কী করেছে? রাজাকাররা আমাদের শত্রুদের পক্ষ নিয়ে কী কী ক্ষতি করেছে? শত্রুরা আমাদের কীভাবে আক্রমণ করেছে? আমরা কীভাবে তাদের সাথে লড়াই করেছি? আমাদের নিরীহ মানুষ ঘরবাড়ি ছেড়ে চলে যাবার পরে কীভাবে বেঁচে ছিলেন? কীভাবে ট্রেনিং নিয়ে আমরা যুদ্ধ করেছিলাম? জলপথ, স্থলপথ আর আকাশপথে কীভাবে যুদ্ধ হয়েছিলো? এমন আরও সাহসী ঘটনার বর্ণনা নিয়ে ‘আমাদের মুক্তিযুদ্ধ’ সিরিজ ধারাবাহিকভাবে প্রকাশিত হবে। 


তোমরা যারা অন্য পর্বগুলো পড়তে চাও তারা ফেসবুকে আমাদের সাথে যোগাযোগ রেখো। আমাদের ফেসবুক পেইজের নাম – ‘সংগ্রামের নোটবুক’। এটা লিখে সার্চ দিলেই আমাদের পেয়ে যাবে। যারা মুক্তিযুদ্ধের আরও অনেক অজানা ইতিহাস জানতে চাও, তাদের জন্য আমাদের ওয়েবসাইটও আছে। সব লিংক বইয়ের শুরুতে দেয়া আছে। যারা আমাদের সাথে নিয়মিত থাকতে চাও তারা ফেসবুকে যোগাযোগ করতে পারো। 



এসো, সবাই মিলে জেনে নেই কীভাবে জন্ম হয়েছিল বাংলাদেশের। কত কষ্টের বিনিময়ে বিজয় এসেছে তা জানার চেষ্টা করি। দেশকে ভালোবাসি। দেশকে সুন্দর করে গড়ে তুলি। সমস্ত পৃথিবীর সাথে তাল মিলিয়ে আমরা আমাদের দেশকে শান্তিময়, নিরাপদ দেশ হিসেবে গড়ে তুলি আর ভালোবাসায় ভরে তুলি।

এই বইয়ের সম্পূর্ণ অর্থ দিয়ে স্কুলের বাচ্চাদের বিনযে বই বিতরণে ব্যবহৃত হবে।