登入選單
返回Google圖書搜尋
আদালত-মিডিয়া-সমাজ এবং ধনঞ্জয়ের ফাঁসি
註釋ধনঞ্জয় চট্টোপাধ্যায়ের ফাঁসি হয় ২০০৪ সালের ১৪ই আগস্ট আলিপুর সেন্ট্রাল জেলে। ঘটনাচক্রে, সেটাই ছিল তার উনচল্লিশতম জন্মদিন। চোদ্দো বছর সলিটারি সেলে রাখার পর ধনঞ্জয় চট্টোপাধ্যায়ের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। ধনঞ্জয় আগাগোড়া নিজেকে নির্দোষ দাবি করেছিলেন। নাগরিক সমাজের একাংশও ধনঞ্জয়ের বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যাসত্য নিয়ে সংশয় প্রকাশ করেছিলেন। সেই সংশয় আরও গভীর হয়েছে দেবাশিস সেনগুপ্ত, প্রবাল চৌধুরী, পরমেশ গোস্বামীর দীর্ঘ অনুসন্ধানে। প্রশ্ন উঠেছে তদন্ত ও বিচার-প্রক্রিয়া নিয়েও। সেই অনুসন্ধানের পূর্ণাঙ্গ প্রতিবেদন গ্রন্থাকারে প্রকাশিত।